নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদদাতা ) : বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল(বিবিসিসি) এর জাতীয় দলের ১৫দিনের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে আগামী ০৭ নভেম্বর পর্যন্ত চলবে এ অনুশীলন ক্যাম্প। রুপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায় পূর্বাচল জি.কে একাডেমী এর মাঠে চলছে এ অনুশীলন।
নারায়ণগঞ্জ জেলা শাখার বিবিসিসি এর সাধারন সম্পাদক আক্তারুজ্জামান জানান, সারাদেশের ন্যায় বিবিসিসির পক্ষ থেকে ২০১৫ইং সন থেকে ৪০টি বিভিন্ন সংগঠনের মাধ্যমে স্থানীয় পূর্ন অন্ধ ও আবছা দেখা নারী সদস্যদের নিয়ে জাতীয় টিম গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় পূর্বাচলের জিকে একাডেমীর মাঠে এ অনুশীলন ক্যাম্প থেকে ২৪ জনকে জাতীয় টিমের জন্য নির্ধারন করা হয়েছে। তাদের মাঝে ১৭জনকে বাছাই করে জাতীয় টিম গঠন করবে বিবিসিসি।
বিবিসিসির চেয়ারম্যান এ্যাড. এম জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বে ক্রিকেট নিয়ে সফলতা পেলেও দৃষ্টি প্রতিবন্ধিরাও যে সফলতা পেতে পারে তা নিয়ে কোন দল কাজ করেনি। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। বিবিসিসিও একদিন বিশ্বকাপে স্থান নেবে।
বিবিসিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ কামরুল ইসলাম বলেন, ২০০০ইং সন থেকে অন্ধ ক্রিকেট টিম নিয়ে কাজ করছি। প্রথমে ছেলেরা সাফল্যের সাথে ২০০৭ ও ২০১২ইং সনে ভারতের ব্যাঙ্গালোর মাঠে বিশ্বকাপে অংশ নেয়। এছাড়াও ওয়ানডে ক্রিকেট টিমে দূবাই -পাকিস্তান পর্বে সারা বিশ্বে ৪র্থ স্থান দখল করে। ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটার ভালো করবে এ আশা নিয়ে সারা দেশে সদস্য সংগ্রহ ও সদস্যদের অনুশীলন দিয়ে প্রস্তুত করা হচ্ছে। এরই মাঝে আন্তঃক্রিকেট দলের মাঝে এ প্রতিযোগীতা অব্যাহত আছে।
ক্যাম্পে পরিদর্শন ও তত্বাবধানে রয়েছেন, বিবিসিসির কোচ সরকার ইলা, সহকারী কোচ লিজা সুলতানা, সাংবাদিক সৈয়দ আজাদ রহমান, মোনায়েম হোসেন মন্ডল, দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান নরুল ইসলাম জাহাঙ্গির মাস্টার প্রমূখ।