বন্দরে সেফটি ট্যাংকি বিস্ফোরণে শিশুসহ আহত-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজীর ৯নং ভবনের ১ম তলায় সেফটি ট্যাংকি বিস্ফোরন ঘটেছে। বৃহস্পতিবার (১লা নভেম্বর) সকাল ১১টায় সোনাকান্দাস্থ বন্দর থানার অদূরে ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজীর ৯নং ভবনে এ দূর্ঘটনাটি ঘটে।

এ দূর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া না গেলেও মেরিন টেকনোলজীর লঞ্চের লস্কর দড়িসোনাকান্দা এলাকার আহাম্মদ আলীর পুত্রবধু মোস্তাফিজুর রহমানের স্ত্রী সাথি বেগম(২৩) ও একই এলাকার রাশেদ মিয়ার শিশু ছেলে নিরব(১০) আহত হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজী ৯নং ভবনটির ১ম তলায় গ্যাসের পাইপ লিকেজ হওয়ার কারনেই এ দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ভবনটিতে ইতিপূর্বে সংস্কার হলেও তেমন দক্ষ শ্রমিক দিয়ে সংস্কার না করায় আকস্মিকভাবে পাইপ লিকেজ হয়ে সেফটি ট্যাংকি বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো এলাকা আতংকিত হয়ে যায়। এ দূর্ঘটনার ৪০মিনিট পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছার পূর্বেই বিস্ফোরিত আগুন নিয়ন্ত্রনে চলে আসে। এ ঘটনায় ওই ভবনের শিশুসহ ২জন আহত হয়েছে। আহতদের দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত