নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দর উপজেলা শিল্পকলা একাডেমী এর ২০১৮ইং কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আর মাত্র ১০দিন বাকী। ২১অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সড়ে দাড়ান কার্যকরি সদস্য প্রার্থী তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহী ইফাত জাহান মায়া।
এদিকে ২৩অক্টোবর প্রতীক বরাদ্ধের পর হতে প্রার্থীরা তাদের নিজ নিজ প্যানেলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বন্দর উপজেলা শিল্পকলা একাডেমী চালু হওয়ার পর এটাই প্রথম নির্বাচন প্রক্রিয়া চালু হওয়ায় প্রার্থী-সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথমবারের নির্বাচনে দুইপ্যানেলের মধ্যে সহ-সভাপতি পদে এ্যাড.মাহমুদা আক্তার, মো. ওবায়েদউল্লাহ, আতাউর মান্না পরিষদে রাজু আহাম্মদ ও আতাউর রহমান, সাধারণ সম্পাদক পদে সাব্বির আহমেদ সেন্টু ও নুরুল হক মান্নাহ, যুগ্ম সম্পাদক পদে সাইফুল্লাহ মাহমুদ টিটু, মফিজুর রহমান মফিজ, মোয়াজ্জেম হোসেন ও মো. কামাল হোসেন এবং সদস্য পদে রইস মুকুল, মিতু মোর্শেদ, রোকসানা সামিয়া, ফজলুল হক, শাহী ইফাত জাহান মায়া, শহীদুর রহমান, গৌতম কিশোর ঘোষ প্রমুখ, সিরাজুল ইসলাম প্রমুখ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মাঠ চষে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমীন আক্তার জানান, নির্বাচনে যারাই আসুক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসবে ভোটযুদ্ধের মাধ্যমে। আমরা চাই যোগ্য ব্যাক্তিরাই তাদের কাংখিত পদে আসীন হউক।