বন্দরে সন্ত্রাসী হামলায় কাউন্সিল দুলালসহ আহত-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বিচারকার্য অমান্য করে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিল তথা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণসহ আরো ২জনকে পিটিয়ে আহত করেছে মাদকাসক্ত রনি ও তার সন্ত্রাসীবাহিনী।

বুধবার দুপুরে থানায় স্বল্পের চক এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, নাসিক এর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, তার ভাই জাকির প্রধান ও কাউন্সিল সহকারী মনির। এ ব্যাপারে বুধবার দুপুরে জাকির হোসেন বাদী হয়ে ৪জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বন্দর থানার স্বল্পেরচক এলাকার মৃত রুস্তম মিয়ার ছেলে রনি একজন মাদক ব্যবসায়ী। বুধবার ২৩নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে অগত্যা প্রবেশ করে একটি বিষয় নিয়ে গোলমালের সৃষ্টি করে। বিচার চলাকালে  হঠাৎ রনি উচ্চ বাক্য বিনিময়ের পাশাপাশি অফিসের সবাইকে অশ্লীল গালমন্দ করতে থাকে। কাউন্সিলরের ভাই জাকির প্রধান বাধা প্রদান করলে তাকেও লাঞ্চিত করে। একপর্যায় সন্ত্রাসী রনি অফিস থেকে বের হয়ে বাইরে থেকে ধারালো বটি দিয়ে কাউন্সিলর দুলালকে কুপিয়ে আহত করার চেষ্টা করে। এতে জাকির হোসেন বাধা দিলে সন্ত্রাসী রনি তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে কথিত সাংবাদিক পরিচয়দানকারী ও স্বেচ্ছাসেবকলীগনেতা আরিফুল ইসলাম বিষয়টিকে ধামাচাপা দিতে সন্ত্রাসী রনির পক্ষ হয়ে বিপরীত তথ্য সংগ্রহের চেষ্টা চালায়।

এতে কাউন্সিলর অফিস সহকারী মনির ব্যাপারটি বুঝাতে চেষ্টা করলে আরিফ, রনি ও তার ২ভাই রাকিব, মাসুমসহ নাম জানা আরো ৪/৫জন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠি-সোটা নিয়ে  জাকির ও মনিরকে বেধরক পিটিয়ে আহত করে। এতে জাকির ও মনিরের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আসামীরা মিথ্যা মামলা ও কাউন্সিলরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত