নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন পুরোদমে জমে উঠেছে। ১৮ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১০টি পরে জন্য ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরে মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোাকেট মাহমুদা আক্তার, এড. হক কমিটির সাবেক সদস্য দৈনিক যুগান্তরের বন্দর প্রতিনিধি আতাউর রহমান, সহ-সভাপতি পদে প্রবীণ নাট্য পরিচালক মো: ওবায়েদউল্লাহ ও বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পী রাজু আহম্মেদ, সাধাারণ সম্পাদক পদে মিডিয়া ভিশন কালচারাল একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু ও কন্ঠশিল্পী নুরুল হক মান্নাহ। যুগ্ম সম্পাদক পদে রংধনু শিল্পী গোষ্ঠীর সাইফুল্লাহ মাহমুদ টিটু, রঙ্গম নাট্য গোষ্ঠীর মোয়াজ্জেম হোসেন, রংধনু শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান মফিজ ও সাংস্কৃতিক কর্মী কামাল হোসেন।
এছাড়া কার্য্যকরি সদস্য পদে রেফরেন্স সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতু মোর্শেদ, সাহিত্য বিকাশ আন্দোলনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাহিত্যিক রইস মুকুল, নাট্যাভিনেতা ও অংকুর থিয়েটারের সভাপতি মো: ফজলুল করিম, রিমঝিম নৃত্যকলা একাডেমীর অধ্যক্ষ রোকসানা আক্তার সামিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহী ইফাত জাহান মায়া ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার যুগ্ম সম্পাদক শহীদুর রহমান। আগামী ৬ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।