নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : ২১ আগস্টের গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি ও জামাত দেশে যাতে নাশকতা না করতে পারে সেই জন্য রায়ের দিন সকাল থেকে নেতা কর্মী নিয়ে মহাসড়ক কাচঁপুরে অবস্থান নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু। রায়ের ঘোষনার পর বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি একটি বিশাল র্যালি নিয়ে কাঁচপুর থেকে এ্যসকোয়ার ফ্যাক্টরীর সামনে থেকে ঘুরে আবার কাঁচপুর এসে শেষ হয় ।
২১ আগস্ট এর গ্রেনেড হামলার বিষয়ে আলোচনা সভায় বক্তব্যে অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারের হত্যা করে । সে দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহান দেশের বাহিরে থাকার কারনে প্রানে বেঁচে যায় । আর ২০০৪ সালে ২১ আগস্টে মাননীয় প্রধানমন্ত্রী তথৎকালীন সময়ে এ দেশের বিরোধী নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি ও জামাত গ্রেনেড হামলার করেছিল । সে দিন আল্লাহর রহমতে আমাদের নেত্রী প্রাণে বেঁচে যায়, কিন্তু আইবী রহমান সহ ২৪ জন ব্যাক্তি প্রাণ দিয়েছিল । যারা এ হামলা সাথে জরিত খালেদা জিয়ার ছেলে সহ জরিতদের বিচার হয়েছে । তাতে আমরা খুশি। বক্তব্য শেষে সকলকে মিষ্টি খাওয়ানো হয়।
ঐ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জোলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ,সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল ওমর বাবু, উপজেলার ছাএলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, জামপুর ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান খাঁন , জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খান আবু, জামপুর ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্নসম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, জামপুর ইউ পি সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন জাকু, আওয়ামীলীগ নেতা মুকলেছ , জোহরা মেম্বার, জামপুর ইউপি ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক রানা ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আওলাত হোসেন, যুবোলীগ নেতা হানিফ মোল্লা ,সামসুল আলম সহ সকল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সহ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।