আলীগঞ্জ মাঠ রক্ষায় পলাশের পাশে থাকবেন আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, আপনারা র্দীঘ ৭বছর যাবত এ মাঠকে রক্ষা করার জন্য যে আন্দোলন সংগ্রাম করছেন আমি পলাশ ও আপনাদের সাথে একমত পোষন করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তাহলে এর সুফল একদিন পাবেন। যারা ষড়যন্ত্র করে তারা সবসময় চায় আমাদের ও আপনাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে। এই মাঠের জন্য যেকোন সহযোগীতায় আমি পলাশের পাশে আছি।

শনিবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ৩য় তম ডিসি গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এর আগে ফাইনাল খেলায় গোগনগর ক্রীড়া প্রশিক্ষন কেন্দ্র ট্রাইব্রেকারে ৫-৩ গোলে জাতীয় ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। টুনামেন্টে সেরা খেলোয়ার হয় হৃদয়, সেরা গোল দাতা আলামিন। পরে চ্যাম্পিয়ন দলকে দেড়লক্ষ টাকা ও রার্নাসআপ দলকে একলক্ষ টাকা নগদ পুরুস্কার প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন, যারা খেলাধুলাকে ভালবাসে তারাই এ ধরনের আয়োজন করতে পারে, সামাজিক আবক্ষয় ও মাদক মুক্ত পরিবেশ থেকে যুবকদের রক্ষা করার একমাত্র উপায় হলো খেলাধুলা। একসময় আমিও খেলাধুলা করেছি। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে খুব ব্যাস্ত সময় কাটাতে হয়। তারপরেও আজ পুরো খেলা দেখতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

আলীগঞ্জ ক্লাবের সভাপতি ও শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ বলেন, এই মাঠ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং এখনো হচ্ছে, শুধু তাই নয় এই মাঠ নিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাকে অনেক অপপ্রচারের শিকার হতে হয়েছে। পিডাব্লিউডি যদি এখানে হাসপাতাল বা মেডিকেল কলেজ নির্মান করতো তাহলে এ অঞ্চলের সাধারন মানুষ উপকৃত হতো এবং আমরাও এটাকে সাধুবাদ জানাতাম। কিন্তু তারা সেটা না করে এখানে আবাসিক ভবন নির্মান করছে যা কিনা এ অঞ্চলের পরিবেশ দূষন হবে।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে দাবী জানিয়ে বলতে চাই, এই ভবন গুলোকে হাসপাতাল বিশ^বিদ্যালয় কলেজে রুপান্তরিত হলে এ এলাকার সাধারন মানুষের দুঃখকষ্ঠো লাঘব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী আলীগঞ্জ মাঠকে মিনি ষ্টেডিয়ামে রুপান্তরিত করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়াসংস্থার সহ সভাপতি এ জেড ইসমাঈল বাবুল, যুগ্ন সম্পাদক খোরশেদ আলম নাছির, সদস্য হাজি নূরুদ্দিন, আলীগঞ্জ ক্লাবের সাধারন সম্পদক নুরইসলাম, হাজি¦ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনর্জজ প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত