নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বাস চাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। ৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় এই ঘটনাটি ঘটে। শিক্ষার্থী নিহতের সংবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীর সহপাঠী ও বিক্ষুব্ধ জনতা ।
শিক্ষার্থী আহতের ঘটনায় কয়েকটি গাড়ি ভাংচুরসহ ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা । এ সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীর সহপাঠী ও বিক্ষুব্ধ জনতা ।
জানা যায়, আহত শিক্ষার্থী সাদিয়া আক্তার উপজেলার সোনাপুর এলাকার মিন্টু মিয়ার মেয়ে। সে স্থানীয় ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৪ অক্টোবর সকাল ৮টার দিকে সাদিয়া আক্তার কাঁচপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় সোনারগাঁও মোগড়াপাড়া থেকে আসা একটি লোকাল বাস তাকে চাপা দেয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেন। এ সময় ঘাতক বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেন তারা। পুলিশ বাসটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি। এতে দুটি মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে জানা গেছে, সাদিয়া আক্তারকে বাস চাপা দিলেও সে মারা যায়নি। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধিন রয়েছে।