ফতুল্লা নিউ পপুলারে মা ও শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় নিউ পপুলার জেনারেল হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতক শিশু ও প্রসূতি মা শিল্পি বেগমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফতুল্লা থানার পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পি বেগম ফতুল্লা স্টেডিয়াম এলাকার আলমগীর মিয়ার স্ত্রী। ঘটনার পরে স্বজনরা ও উত্তেজিত এলাকাবাসী  হাসপাতালে  ভাংচুর করে বিক্ষোভ করতে থাকে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মজিবুর রহমানসহ ৬ জনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। আটকরা হলেন- হাসপাতালের মালিক ডা. মজিবুর রহমান, মাসুম আহমেদ, আহম্মদ আলী খান ও কামরুন্নাহার এবং মেডিকেল অফিসার ডা. জামিল আহমেদ ও নার্স সুরমা বেগম।

এলাকাবাসির দাবি, এর আগেও এই হাসপাতালে বেশ কয়েকবার এ ধরনের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে নিহতের স্বজনরা জানান, অন্ত:সত্ত্বা স্ত্রী শিল্পী বেগম বৃহস্পতিবার ডাক্তার তামান্না আক্তারের অধীনে ওই হাসপাতালে ভর্তি করান। শুক্রবার রাতে শিল্পী বেগমের সিজার করা হলে ৫ মাসের নবজাতক শিশুসহ তার মৃত্যু হয়। ডাক্তার তার স্ত্রী ও নবজাতক শিশুকে মৃত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) শাহ্ মঞ্জুর কাদের জানান, হাসপাতালটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

add-content

আরও খবর

পঠিত