বন্দরে অটো চালক কামালকে কুপানোর ঘটনায় থানায় মামলা, আটক ৩

নারয়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে কবুতর বিক্রয়কে কেন্দ্র করে নিরিহ অটো চালক কামালকে কুপিয়ে জখম করার ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে। ২৯ সেপ্টেম্বর শনিবার সকালে আহত অটো চালক কামালের গ্যারেজের মালিক শাওন বাদী হয়ে ৪ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং-৮০(৯)১৮ইং,ধারা ১৭৩/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৫০৬ দঃ বি।

মামলা রুজু পূর্বক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে এনায়েতনগর বড় মসজিদের সামনে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতাকৃত অভিযুক্তরা হচ্ছে, এনায়েত নগর এলাকার বাচ্চু মিয়ার ২ ছেলে সোহাগ ও মুছা এবং একই এলাকার শাহীন মিয়ার ছেলে মেহেদী। মামলার এজাহারে উল্লেখ করা হয়,বন্দর এনায়েত নগর এলাকার বাচ্চু মিয়ার ২ ছেলে সোহাগ ও মুছার সাথে কলাগাছিয়া ইউনিয়নস্থ কল্যান্দি এলাকার নুর ইসলামের ছেলে অটো গ্যারেজ মালিক শাওনের কবুতর কেনাবেচা নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল। এর ধারাবাহিকতায়, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম কল্যান্দি ব্রীজ সংলঘœ অটো গ্যারেজের সামনে সন্ত্রাসী সোহাগ একটি কবুতরকে কেন্দ্র করে অটো গ্যারেজের মালিক শাওনের সাথে তর্কাকর্তী চলছিল। এক পর্যায়ে সন্ত্রাসী সোহাগ, মেহেদী, বাবু, মুছাসহ ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শাওনকে হামলা করতে এগিয়ে এলে অটোচালক কামাল প্রতিবাদ করে।

এক পর্যায়ে শাওন হামলাকারীদের ভয়ে কৌশলে পালিয়ে গেলে অটো চালক কামালকে একা পেয়ে সন্ত্রাসী মেহেদী চাপাতী দিয়ে মাথায় ও মুখে কুপায়। অপর সন্ত্রাসী সোহাগ ও মুছা রড ও হকিষ্টিক দিয়ে পিটিয়ে সারা শরীরে জখম করে। এ সময় আহত অটোচালক কামালের আর্ত চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত অটো চালক কামালকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাখাওয়াত জানান, সম্ভবত পূর্ব শত্রুতার জের ধরেই অটোচালক কামালকে নৃশংসভাবে কুপিয়েছে উল্লেখিত আসামীদ্বয়। তবে আমরা অভিযুক্ত ৩জন আসামীকে গ্রেফতার করতে পেরেছি। অপর পলাতক আসামী বাবুও অচিরেই গ্রেফতার হবে। গ্রেফতাকৃত ৩ জনকেই শনিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয় ।

add-content

আরও খবর

পঠিত