নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়নগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব একে এম সেলিম ওসমান বলেছেন, আমি কলাগাছিয়াবাসীর কাছে নির্বাচনী প্রচারনা কিংবা ভোট চাইতে আসিনি। আমি এখানে এসেছি আপনাদের জন্য কি করতে পেরেছি? আমার দেয়া অনুদানের কিছু কি বাকি রয়েছে? কিংবা বন্দরে আর কি কাজ সম্পন্ন হয়নি? আপনাদের কাছে আমার দাবি আমার যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমার দাফন যেন এ বন্দরের মাটিতেই হয়। আমি আমার স্ত্রী নাসরিনকে বলে যাব তিনি যেন আমার অনুপস্থিতিতে আমার অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করে দেয়।
সোমবার বিকেলে বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ২টি ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার একটাই কথা আবারো দরকার শেখ হাসিনা সরকার । কারন সে যতদিন থাকবে ততদিন আমার ভবিষৎ প্রজন্ম নিশ্চিত থাকবে। আজ বিশ্বের কোন দেশই আমাদের দেশকে বিদ্রুপ করতে পারবেনা। কারন বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।
আমরা সমুদ্র হতে আকাশ পর্যন্ত নিজেদের উত্থাপন করেছি । অর্থনৈতিকভাবে আমরা আজ বিশ্বের ৩৪তম শক্তিশালী দেশ আমরা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আজ দৃশ্যমান। আশা করি শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় আসলে আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিনত হব।
কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, থানা ভারপ্রাপ্ত কর্মকতা একেএম শাহিন মন্ডল, নারায়নগঞ্জ জেলা জাপা এর আহ্বায়ক আবুল জাহের, বন্দর থানা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, নারায়নগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিমউদ্দিন প্রধাণ, মহানগর জাপা নেতা আকরাম আলী শাহিন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ, বন্দর থানা সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা, নাসিক এর ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ, জাপা নেতা ছানাউল্লাহ সানু, বাচ্চু মিয়া প্রধাণ, মঞ্জুর হাসান মঞ্জু, মো. জামান, লিয়াকত আলী, নুরুলহুদা প্রমূখ।