নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২৪ সেপ্টেম্বর) ডিবি পুলিশ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অশোক কুমারের আদালতে হাজির করে। রনির পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিচারক রনিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রনির পক্ষে আদালতে বিএনপি সমর্থক প্রায় শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সাখায়াওয়াত খান জানান, রাজনৈতিক বিবেচনায় রনির বিরুদ্ধে পুলিশ গায়েবী মামলা দায়ের করেছে। একটি বাচ্চা ছেলের বিরুদ্ধে অস্ত্র উদ্ধার দেখানো ও মামলা দায়েরিএর বিরুদ্ধে আমাদের আইনী লড়াই চলবে।
উল্লেখ্য, ৩১ ঘন্টা ফতুল্লা থানায় অন্তরীন থাকা ছাত্রদল নেতা রনির বিরুদ্ধে পুলিশ ৩টি মামলা দায়ের করেছে। আগের দুই মামলায় একটিতে ৩ রাউন্ড গুলিসহ পিস্তল, দ্বিতীয় মামলাটি দায়ের করে একটি সুটার গান উদ্ধার দেখিয়ে সর্বশেষ ৫টি কার্তুজ উদ্ধার দেখিয়ে মামলা দায়ের করে পুলিশ। সবগুলো মামলাই দায়ের করা হয় ফতুল্লা থানায়।