সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে বন্দরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সমমনা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে বন্দর উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভিডিও কলে অতিথি হিসেবে যোগদেন তথ্য অধিদপ্তরের পরিচালক ( প্রচার ও সমন্বয় ) মোঃ তৈয়ব আলী।

১২ সেপ্টেম্বর বুধবার সকালে বন্দর আদর্শ কিন্ডার গার্টেন মিলনায়তনে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট শাহ আলী মোহাম্মদ পিন্টু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সিরাজ উদ-দৌলা খান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, স্থানীয় পঞ্চায়েতের প্রধান উপদেষ্টা হাজী এম এ আউয়াল, উপদেষ্টা মোঃ রাশেদ খান, সভাপতি ইয়াকুব হোসেন প্রদীপ, অধ্যক্ষ শারমিন ফারজানা, অধ্যক্ষ রিনা আক্তার ও সমমনা যুব উন্নয়ন পরিষদের পক্ষে এডভোকেট রোকসানা বেগম মুক্তা। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারি তথ্য অফিসার মোঃ সালাহউদ্দিন। এ সময় মহিলা সমাবেশে দেড় শতাধিক মহিলা ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহিত ১০ টি ভিশন ইতিমধ্যে সফলতা পেয়েছে। সরকারের একটি খামার একটি বাড়ি ও পল্লী ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, সেটেলাইট ক্লিনিক, সামাজিক সুরক্ষা বেষ্টনি, নারীর ক্ষমতায়ন, শিক্ষাসহ প্রতিটি পদক্ষেপ সময় উপযোগী এবং সফল হয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের যার যার জায়গা থেকে দেশ সেবা করতে হবে, তবেই সফল হবে ডিজিটাল বাংলার স্বপ্ন।

add-content

আরও খবর

পঠিত