নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় একটি টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সাকাল সোয়া ৮টার পোস্ট অভিস রোডের এসিয়ান বক্স প্রাইভেট লিমিটেড নামে গাড়ির টায়ার তৈরি কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করে যাচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, সাকাল সোয়া ৮টায় খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করি। টায়ার কারখানায় আগুন হওয়ায় আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগবে। এখনও পর্যন্ত নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও ঢাকাসহ ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তবে এখনই আগুনের সূএপাত এবং ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা । এতে হতাহতের অভিযোগ পাওয়া যায়নি।