আগামীতেও মনোনয়ন পাচ্ছেন শামীম ওসমান : নৌ মন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনে আগামীতেও আওয়ামী লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন বর্তমান এমপি শামীম ওসমান এমন ইঙ্গিত দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। আওয়ামী লীগ প্রাথমিকভাবে ১০০ জনের একটি  খসড়া তালিকা করেছে। সেখানে শামীম ওসমানের নাম  রয়েছে। তাই আপনাদের ধরে নিতে হচ্ছে আগামীতে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হচ্ছেন শামীম ওসমান। তার জনপ্রিয়তা আপনাদের উপস্থিতিই প্রমান করে৷ সুতরাং আগামীতে উন্নয়নের স্বার্থে শামীম ওসমানকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে তাকে আমাদের জয়ী করতে হবে। রবিবার (৯ সেপ্টেম্বর)  বিকালে ফতুল্লা পাগলা এলাকাস্থ  বি.আই.ডব্লিউ.টি.এ’র স্টা ফ কোয়ার্টার ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা  বলেন।

মন্ত্রী বলেছেন, নিম্মউন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশের দিকে পরিচালনা করছেন শেখ হাসিনা৷ শিক্ষা, চিকিৎসা সহ সকল খাতে উন্নয়ন করছে আওয়ামীলীগ সরকার৷ মানুষ জ্বালাও-পোড়াও চায় না, উন্নয়ন চায়৷ উন্নয়ন চায় বলেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন৷ মিথ্যা কথা বলার জন্য যদি পুরস্কার দেয়া হয়৷ তাহলে বেগম খালেদা জিয়া বিশ্বচ্যাম্পিয়ন হবেন৷ তিনি তার বয়স নিয়ে মিথ্যা বলেন, পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেন৷ ক্ষমতায় আসতে না পেরে যা খুশি মিথ্যা বলে যান৷ তার বয়স তিনি ৬ বার পরিবর্তন করেছেন৷ যদি বিএনপি প্রমাণ করতে পারে আমি মিথ্যা বলছি, তাহলে আমি প্রকাশ্যে ক্ষমা চাইব। আর মিথ্যাবাদীকে ক্ষমতায় আনলে দেশের ১২টা বাজবে। পদ্মা সেতু নিয়ে বলেছেন, পদ্মা সেতু জোড়া তালি দিয়ে তৈরি করা হয়েছে, সেতুতে কেউ উঠবেন না৷

এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান৷ আরো উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো. আব্দুস সালাম, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবীবুর রহমান রিয়াদ প্রমুখ৷

add-content

আরও খবর

পঠিত