আগামী ৯ সেপ্টেম্বর ফতুল্লায় আসছেন নৌ মন্ত্রী শাহ জাহান খান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা মেরিএন্ডারসনে বিআইডাব্লিউটিএ এর বহুতল ভবন আগামী রবিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায়  উদ্ভোধন করতে আসছেন নৌমন্ত্রী শাহ জাহান খান এমপি। এসময় উপস্থিত থাকবেন নারায়নগঞ্জ-৪ আসনের মাননীয় সংদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান। এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হবে।

সভা সফল করার লক্ষে পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভার আয়োজন করেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। এতে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।

আগামী ৯ তারিখে নৌমন্ত্রী শাহজাহান খান ও সাংসদ শামীম ওসমানের আগমন উপলক্ষে কুতুবপুরের সকল নেতা-কর্মীদের নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে সভায় যোগদানের আহবান জানান জামাল উদ্দিন বাচ্চু।

add-content

আরও খবর

পঠিত