ডিসি ও এসপি বরাবর নিহত সুমনের পরিবারের স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা মাসদাইরে ঝুট ব্যবসায়ী সুমন হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতাররের  স্মারকলিপি প্রদান করেছে নিহতের পরিবার। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

এসময় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুপস্থিত থাকায় জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল বারী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম এ স্মারকলিপি গ্রহন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার উভয় নিহতের পরিবারকে বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মামলার আসামীরা যদি দোষী হয়ে থাকে তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আদালত।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মামলার মূল আসামী বিপ্লবের কাছে টাকা পেতো সুমন। এই প্রেক্ষিতে টাকার প্রয়োজন হওয়ায় সুমন ৩১ আগস্ট আনুমানিক রাত পৌনে ১০টার সময় বিপ্লবের বাসায় গিয়ে সুমনের পাওনা টাকা চায়। এসময় ক্ষিপ্ত হয়ে সুমনকে মারপিট করে মামলার আসামী সুমন ও মাসুদ বলে, তোমাকে টাকা দেব না তোকে জীবনে শেষ করে ফেলব। এই কথা বলে সুমনের সারা শরীরে কেরোসিন ঢেলে দেয় বিপ্লব, মাসুদ, সোহেল ও শায়লা। পরবর্তীতে গ্যাস লাইটার দিয়ে শরীরে আগুন লাগিয়ে দিয়া বিবাদীগন পালাইয়া যায়।

এসময় সুমনের মাথাসহ সমস্ত শরীর পুড়ে যায়। সুমনের চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মৃত্যুবরণ করে। মৃত্যুর পূর্বে ভিডিওতে ঘাতকদের নাম বলে যায়। পরবর্তীতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। স্মারকলিপিতে এই হত্যাকান্ডে জড়িত সকলের শাস্তি দাবি করা হয় ।

add-content

আরও খবর

পঠিত