নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় ১শ টাকার চুরির চোর আখ্যা দিয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েছে পাষন্ড স্বামী ও শ্বাশুড়ি। গত ১৮ আগস্ট ভোলাইল গেদ্দার বাজার মোল্লা টাওয়ার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছে নির্যাতিত স্ত্রী হালিমা বেগম (২১)।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন ভোলাইল গেদ্দার বাজার মোল্লা টাওয়ার সংলগ্ন এলাকার হাফিজ উদ্দিন হাওলাদার (৬৫)। তার ছেলে মো. মিজানুর রহমান মাহফুজ (৩২)। সে ইসলামের শরীয়ত মোতাবেক গত ৭ মাস পূর্বে হালিমা বেগম কে বিবাহ করেছে। হালিমা বেগম ভোলা জেলার লাল মোহন থানাধীন পশ্চিম ফুল বাগিচা গ্রামের মো. দ্বীন ইসলামের কন্যা। বিয়ের পর ২/৩ মাস সাংসারিক জীবন ভালো চললেও বর্তমানসহ গত চার মাস যাবৎ যৌতুকের টাকা দাবী করে হালিমাকে মানসিক ও শাররিক ভাবে নির্যাতন করে আসছে স্বামী মিজানুর রহমান মাহফুজ ও তার মা মোসা: বকুল বেগম (৬০)।
গত ১৮ আগষ্ট রাত ১০ টায় ১শ টাকা চুরির ঘটনায় হালিমাকে চোর আখ্যা দিয়ে মাহফুজ ও তার মা রাতে হালিমার মাথা কেচি দিয়ে চুল কেটে দেয়। এরপর শ্বাশুড়ি ঐ রাতেই তার ছেলে দ্বারা ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। এপরও তাদের তেজ শেষ হয়নি মসজীদে নিয়ে হালিমাকে কোরআন শরীফ ধরিয়ে কসম কাটায়। হালিমা কসম কাটলেও বিশ্বাস করেনি ঐ পাষন্ড স্বামী ও তার শ্বাশুড়ি। তাদের নিযার্তন দিনে দিনে বেড়েই চলছে। গতকাল (৩১ আগষ্ট) বিকেল ৪টায় হালিমেকে আবার পূর্বেও ন্যায় মারধর করে শরীরে নীলা ফুলা জখম করেছে।