নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে পাগলা স্কুল সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটে।
ঘটনার পর নিহত সাকিবকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তাৎক্ষনিকভাবে নিহতের নাম জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। মৃত্যুর খবরে রাস্তা অবরোধ করে এলাকাবাসী। এ সময় ৬/৭টি ইজিবাইক ভাঙচুর করে তারা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ফতুল্লা মডেল থানা পুলিশের পিএসআই রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং গাড়ির চালককে আটকের চেষ্টা চলছে।