নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় রামীম (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে। রবিবার বক্তাবলীর পূর্ব গোপালনগরে বিকালে নিজ ঘরের আড়ার সাথে সে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, নিহত রামীম কিশোরগঞ্জ জেলার জেলার মিঠামঈন থানার গোপদিঘী গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে। সে তার মা ও বোনের সাথে পূর্ব গোপালনগর এলাকার হারুনুর রশিদ লিটনের বাড়িতে থাকতো। বক্তাবলীর পূর্ব গোপাল নগরের স্কুল সংলগ্ন শামীমের হোটেলে কাজ করতো শিশু রামীম। প্রতিদিনের মতো রবিবার সকালে কাজে গিয়েছিল সে। দুপুর ১ টার দিকে রামিম হোটেল থেকে বাসায় দুপুরের খাবার খেতে যায়। বাড়িতে গিয়ে রামিম বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধূলা করে সে তার নিজের ঘরে প্রবেশ করে ঘরের দরজা লাগিয়ে দেয়। দুপুর ২টার দিকে রামিমের বোন মরিয়ম চাকুরী থেকে বাসা ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে রামীমকে ডাকাডাকি করে। এতে রামীম দরজা না খুললে মরিয়মসহ অন্য ভাড়াটিয়ারা দরজা ভেঙ্গে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।
পরে পুলিশে খবর দিলে ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যান।
ঘটনাস্থলে যায়ওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া বলেন, প্রাথমিকভাবে এটি একটি আত্মহত্ম্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর বিস্তারিত বলা যাবে।