নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ২৯ টি গরু নিয়ে ডুবে যাওয়া ট্রলার রবিবার (১৯ আগস্ট) দুপুর পর্যন্ত ২১টি গরু বুড়িগঙ্গা নদীর বিভিন্ন অংশে ভেসে ওঠেছে। নিখোঁজ রয়েছে তিনটি গরু। একই সাথে উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া ট্রলারটি।
ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ্ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ, বক্তাবলী, ব্রাহ্মনগাঁ, কাউটাইলসহ বিভিন্ন অংশে ২১টি মৃত গরু ভেসে ওঠেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল কেরানীগঞ্জ থানা এলাকায় হওয়ায় মামলাটি কেরানীগঞ্জে হবে। এই থানায় পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে।
শনিবার ৩১ টি গরু নিয়ে একটি ট্রলার ফতুল্লা হাটে আসার সময় ডুবে যায়। এতে আহত হয়েছেন ৫ গরু ব্যবসায়ী। তাদের নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে ৫টি গরু উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছিল ২৬টি গরু। এ ঘটনায় দায়ী লঞ্চের মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।