নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটাযুদ্ধে জয়নাল আবেদীনের মৃত্যু ও আহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ফতুল্লার আকবর নগর এলাকাতে ওই মানববন্ধনে আশেপাশের বক্তাবলী, কোন্ডা, বালুরচর সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী পুরুষ অংশ নিয়ে বিক্ষোভ দেখায়।
বক্তারা বলেন, আকবর নগর এলাকার সামেদ আলী ও তার গুন্ডাবাহিনী এলাকাবাসীকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। সামেদ আলী বাহিনীর চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়েই প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদীন। তাকে হত্যা করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে অনেক বাড়িঘর। পুলিশ আসামী ধরতে গড়িমসি করছে।
এতে উপস্থিত ছিলেন, নিহত জয়নাল আবেদীনের স্ত্রী ফাতেমা বেগম, নিহতের ছেলে আলামিন মন্ডল, আরমান হোসেন, আবদুল হাই বেপারী, মোক্তার হোসেন, চয়ন আলী মাতবর, হাসান আলী মাতবর, একালউদ্দিন, মজিবুর মাতবর, ফুলু মাতবর, খবির হোসেন, প্রমুখ।
সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলীর আকবরনগর এলাকায় প্রভাব বিস্তার নিয়ে প্রভাবশালী ছামেদ আলী হাজী ও রহিম হাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে বেশ কয়েক দফায় টেটাঁবল্লম নিয়ে নারী, পুরুষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার বিকেলে ফের দুইগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ থেকে ১০ জন টেটাঁবিদ্ধ হয়। এর মধ্যে শুক্রবার ভোরে নিহত জয়নাল আবেদীন হলেন রহিম হাজী গ্রুপের সদস্য।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ওই ঘটনায় মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।