নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : মাসদাইর চৌধুরী কমপ্লেক্স-এর সামনে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। রোববার গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঈদের ৭ দিন আগে চলিত মাসের ১৫দিনের বেতন ও বেসিকের সমান পূর্ণ বোনাস পরিশোধ, শ্রমিকের মুজুরি ১৮ হাজার টাকা ঘোষণা এবং গার্মেন্টস শ্রমিক কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুলের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি হাসনাত কবীর, দপ্তর সম্পাদক কামাল পারভেজ মিঠু, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বিসিক শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর, গাবতলী-পুলিশ লাইন শাখার সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, খোরশেদ আলম।
নেতৃবৃন্দ বলেন, ঈদ ২২ আগস্ট হবে। ফলে ঈদের আগে আগস্ট মাসের অর্ধেক বেতন শ্রমিকের প্রাপ্য। ঈদের ৭ দিন আগে বেসিকের সমান পূর্ণ বোনাস ও আগস্ট মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে হবে। এতে শ্রমিকেরা তাদের প্রয়োজনীয় কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি গিয়ে পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে পারবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮০০০ টাকা ঘোষণা করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুল এর উপর সন্ত্রাসী হামলা চালায় এবং অপহরণ করে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে নিয়ে ব্যাপক মারধর করে রাত ১২ টার দিকে মারাত্মক আহত অবস্থায় তাকে ছেড়ে দেয়। এসময় তার সাথে থাকা বাসদ বাড্ডা থানার নেতা স্কুল শিক্ষক খায়রুল আলমের উপরও একইভাবে নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। নেতৃবৃন্দ শ্রমিক নেতা আহসান হাবিব বুলবুল এর উপর হামলাকারী যুবলীগ-ছাত্রলীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচার করতে হবে।