ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরনে উভয় গ্রুপের ১০জন আহত হয়েছে। এসময় সাদ্দাম নামে এক স্ত্রাসীকে আটক করা হয়।

শুক্রবার (২০ জুলাই) রাতে পূর্ব গোপালনগর এলাকায় ঘটনাটি ঘটে।ঘটনার পরে পুরো এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় পূর্ব গোপালনগর এলাকার ছাত্রলীগ ক্যাডার বিপ্লব, জসিম, বিল্লাল, নাসির, ফজর আলী, মেহেবুবসহ ৮-১০ জন আহত হয়। এদের মধ্যে ছাত্রলীগ ক্যাডার জসিমের ভাই বিল্পবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সূত্র জানা যায়, সাইদুর রহমান নামে এক ব্যক্তি পূর্ব গোপালনগর এরাকায় নতুন জমি কিনে বাড়ি নির্মাণের চেষ্টা করলে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা ওই বাড়ির সমস্ত নির্মাণ সামগ্রী দিতে চায়। তাঁদের এ প্রস্তাবে রাজি হয়নি বাড়ির মালিক। পরবর্তী ছাত্রলীগ নির্মাণ সামগ্রী দিতে ব্যর্থ হয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনার সংবাদে ফতুল্লার মাসদাইর ও গাবতলী এলাকা থেকে সাইদুরের লোকজন কয়েকটি হোন্ডাযোগে গোপালনগর ছুটে এসে বিষয়টি মিট করতে চেষ্টা করে ব্যর্থ হয় এবং এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুউ গ্রুপের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে বাহিরের লোকদের গিয়ে পাওয়া যায়নি। আর স্থানীয় লোকজন গাবতলীর সাদ্দাম নামের এক ব্যক্তিসহ দুটি মটরসাইকেল জব্দ করা হয়। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত