রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্রাজিল বাড়ির টুটুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফুতুল্লার লালপুরের জয়নাল আবেদীন টুটুল নিজের বাড়িটাকে রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার রঙে৷ দুই তলা বাড়ি ভেঙ্গে দিয়ে ছয়তলা বাড়ি বানিয়েছেন৷ ছয় তলা বাড়িকে রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার সবুজ-হলুজ রঙে৷ বাড়ির নামও দিয়েছেন ব্রাজিল বাড়ি৷ ব্রাজিলের এই ভক্ত রাশিয়া বিশ্বকাপের ব্রাজিল ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি দেখতে রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷

বুধবার (১৩ জুন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন জয়নাল আবেদীন টুটুল৷ বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিতে টুটুলের ভাই ও বন্ধুরা এসেছিলেন৷ ৫ ঘন্টা আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ছবিসহ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে আছেন৷ রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবার সময় সাথে নিয়ে নিয়েছেন ব্রাজিলের কিছু ফ্যানকার্ড৷ ব্রাজিলের এই ভক্ত এবার রাশিয়ার মাঠে বসে প্রিয় নেইমার-মার্সেলোদের খেলা সরাসরি দেখতে পাবে৷ টুটুল ১৭ জুন রবিবারের ব্রাজিলের প্রথম ম্যাচটি দেখে আগামী ১৯ জুন আবার দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবেন৷ দেশে ফিরলে ২২ জুন তার বাড়িতে আসবেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও বাংলাদেশে অবস্থানরত ব্রাজিলের একটি প্রতিনিধি দল৷

ইতিমধ্যেই জয়নাল আবেদীন টুটুল ব্রাজিলের ফ্যান হিসেবে নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশে খুব পরিচিত হয়ে গেছেন৷ ব্রাজিলের ভক্ত হিসেবে ২০১০ সালের বিশ্বকাপে নিজের দুই তলা বাড়িটিকে সাজিয়েছিলেন ব্রাজিলের পতাকার রঙে৷ এ নিয়ে ঘটে গিয়েছে অনেক অনাকাঙ্খিত ঘটনা৷ কিন্তু ব্রাজিলের প্রতি ভালোবাসা তার একটুও কমে নি৷ ব্রাজিল ভক্তের এই কান্ড বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ছড়িয়ে পড়েছে সারা দেশে৷ ব্রাজিল বাড়ির টুটুল হিসেবে সারা দেশে এখন তাকে এক নামে চেনে৷ এতেই শেষ নয় জয়নাল আবেদীন টুটুল গিয়েছিলেন বাংলাদেশের ব্রাজিল দূতাবাসে৷ সেখানে গিয়ে দেখা করেছেন বাংলাদেশস্থ ব্রাজিল দূতাবাসের সহকারী রাষ্ট্রদূত জুলও সিজার সিলভার সাথে৷ তাকে দেখিয়েছেন তার ব্রাজিল বাড়ির ছবি৷ সেদিন দূতাবাসে ব্রাজিল রাষ্ট্রদূত জোয়াও তাবারা উপস্থিত না থাকাতে দেখা হয় নি তার সাথে৷ কিন্তু জোয়াও তাবারাকে ব্রাজিল বাড়িতে নিমন্ত্রণ জানাতে ভুল করেন নি টুটুল৷ ব্রাজিল রাষ্ট্রদূতও রাজি হয়েছেন ব্রাজিলের এই পাগলা ভক্তের বাড়ি পরিদর্শনে।

add-content

আরও খবর

পঠিত