নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লার হরিহর পাড়া শান্তিনগর এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র আন্দোলন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ছাত্র আন্দোলনের ইফতার মাহফিলে সর্বস্তরের জনগন অংশ গ্রহণ করে।
কৃষক শ্রমিক জনতা লীগের ছাত্র সংগঠন ছাত্র আন্দোলন। নারায়ণগঞ্জে অত্যান্ত সুনামের সাথে সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবহিকতায় পবিত্র রমজান উপলক্ষে ফতুল্লার হরিহর পাড়া শান্তিনগর এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করে ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ইমরান জিসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ, যুগ্ম আহবায়ক কাউসার জামান খান,বন্দর থানা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি মাকসুদ এলাহী মকসুদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি এমদাদুল হক,মো. সবুজ,ফয়সাল,ইমরান,রিফাত,রাকিব প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র আন্দোলন সদস্য সচিব মো.জামান।
ছাত্র নেতা ইমরান জিসান বক্তব্যে বলেন,ছাত্র সমাজ আজ আর পকেটে কলম রাখতে চায় না,তারা অস্ত্র নিতে শিখে গেছে। তবে ছাত্র আন্দোলন কর্মীদের কলম দেয়া হয়,অস্ত্র নয়। তাই হয়তো অনেকেই ছাত্র আন্দোলন পছন্দ করেনা। তবে মনে রাখতে হবে ইতিহাস বলে, সমাধান গুলো কলমের কালি দিয়েই হয়েছে অস্ত্র কিংবা গুলি দিয়ে নয়।