সমাজকর্মী মান্নান ভূঁইয়া রোটারী ক্লাব থেকে এওয়ার্ড পেলেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব ফতুল্লা, নারায়ণগঞ্জের সম্মানিত সদস্য এম.এ মান্নান ভূঁইয়া ভোকেশনাল সার্ভিসে প্রজেক্ট চেয়ারম্যান হিসেবে সফলতা অর্জন করায় রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পিডিজি এ.কে.এম সামছুল হুদা প্রধান অতিথি হিসেবে সম্মাননা এওয়ার্ডটি তুলে দেন।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে রোটারী ক্লাব অব ফতুল্লা, নারায়ণগঞ্জের এওয়ার্ড বিতরণ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সালেহ মাহমুদ উজ্জ্বল। চার্টার প্রেসিডেন্ট কবির হোসেন পারভেজ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে আরো আলোচনা রাখেন ইলেক্ট প্রসিডেন্ট মো. আব্দুল মোতালেব, সেক্রেটারী নুরুজ্জামান জিকু, রোটারিয়ান হাজী মনির হোসেন, রোটারিয়ান মঈনুল হক, রোটারিয়ান মো. শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জ সেন্ট্রাল প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সোলায়মান প্রমূখ।

প্রানবন্ত ও মনোমুগ্ধকর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মো. আসাদুজ্জামান, মো. ইমতিয়াজ, বেলাল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, আফরোজা ওসমান মুন্নী, ফাহমিদা আহমেদ, আয়েশা আক্তার, মাসুদ পারভেজ সহ অন্যান্য।

অনুষ্ঠানে বিভিন্ন সফলতায় আন্তরিক অবদানের জন্য কয়েকজন-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এওয়ার্ড ও ইফতার মাহফিলে রোটারিয়ান হাজী আব্দুল কাদেরের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সমাজকর্মী এম.এ মান্নান ভূঁইয়া এওয়ার্ড পেয়ে তার অনুভূতিতে বলেন, সামাজিক কাজকর্মে সচেতনতায় ভরপুর থাকে আর সামাজিক কাজে বাধা-বিপত্তি থাকবেই তাই বলে বসে থাকা যাবে না। সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়ায় আগামীর প্রত্যাশায় এগিয়ে যেতে চাই।

add-content

আরও খবর

পঠিত