পলাশের অনুসারি ৪ চাঁদাবাজ গ্রেফতার

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশের অনুসারি আজিজুল ও তার তিন সহযোগী রিকশাওয়ালাদের থেকে চাঁদাবাজির সময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে।এসময় পুলিশ তাদের সাথে থাকা আরও ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে।

সোমবার (৪ জুন) সকালে ফতুল্লার পঞ্চবটি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও চাঁদাবাজির দুই হাজার ৪৬০টাকা জব্দ করেছেন। গ্রেফতারকৃতরা হলো, লিটন (৩৫), আল আমিন (৩৫), হাসান হাওলাদার (৩০) ও রাজু (২৮)।

এবিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের (পিপিএম) জানান,

যে যতবড় সন্ত্রাসী বা গডফাদার হউক, কাউকে একটি টাকাও চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এসব চাদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করলাম। প্রথম দিনেই চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার সময় তাদের মধ্যে আজিজুল হক হাওলাদার তার সহযোগী জব্বার ও শাহীনকে নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তাদের কেউ গ্রেফতার চেষ্টা চলছে। তারা পঞ্চবটির মোরে  রিকশা থেকে শুরু করে ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন থেকে প্রকাশে চাঁদাবাজি করে থাকে।

তিনি জানান, এ ঘটনায় পুলিশের এএসআই তারেক আজিজ বাদী হয়ে আজিজুলসহ ৭জন চাঁদাবাজের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

add-content

আরও খবর

পঠিত