নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলা জার্নালিস্ট ইউনিটি এর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কথার সহ-সম্পাদক ও ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ মো. গোলাম সবুজ এর মাতা মোসাম্মৎ মনোয়ারা বেগম (৪৭) আর নেই। দীর্ঘ সময় তিনি অসুস্থ্য ছিলেন। শনিবার ২৬মে সকাল ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহে……….রাজেউন)
মৃত্যুকালে তিনি স্বামী, ১পুত্র, ৪কণ্যা, নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিনই বাদ জোহর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের ১নং বাবুরাইল জামে মসজিদে জানাজা শেষে পাইকপাড়া বড় কবরস্তানে দাফন করা হয়েছে। মরহুমার জানাজায় সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২৯ মে) বাদ আছর পরিবারের পক্ষ হতে ১নং বাবুরাইল জামে মসজিদে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া এবং ইফতার মাহফিলে সবাইকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।