দুর্ঘটনা ও দূর্যোগে, সবার আগে সবার পাশে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পানিবন্দী হয়ে পড়েছে শিল্পনগরী ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কার্যালয় । প্রবল বর্ষণে তলিয়েছে নীচ তলার অফিস কক্ষ গুলো। চারিদিকে থৈ থৈ করছে জলাবদ্ধতার পানি। ২১ই মে সোমবার ভোর থেকে টানা ভারি বর্ষনের ফলে বন্যায় পরিনত হয়েছে ফতুল্লার বিভিন্ন এলাকা।

দুর্ঘটনা ও দূর্যোগে, সবার আগে সবার পাশে- মানুষের জীবন রক্ষার্থে যারা সদা বলিয়ান, সেই তারাই যেন আজ নির্বিকার, বিপর্যস্ত। কৃত্রিম বন্যায় হার মানিয়েছে সিমাহীণ দূর্ভোগ। তারপরেও মানুষের যেকোন বিপর্যয়ে থেমে নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সদস্যদের কোনও র্কাযক্রম।

add-content

আরও খবর

পঠিত