নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, মহাজোট এখন আমাদের সাথে নেই। এখন তো আমরা বিরোধী দল। তবে এখন একটা নতুন ব্যাপার আছে, সেটা হলো, বাকি দলগুলো, বিরোধী দল পরস্পরের সাথে এক প্রকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখে দেশের উন্নয়নের জন্য। ১৫ মে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সমবায় নিউ মার্কেট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা একটা সহনশীল বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা করেছি। সরকারের ভালো কাজে সমর্থন দিয়েছি আর মন্দ কাজের বিরোধীতা করেছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কি আপনারা এককভাবে করছেন এমন প্রশ্নের জবাবে মশিউর রহমান বলেন, গত ১০ বছরের উন্নয়নটা আপনারা দেখেছেন। এরশাদ সাহেব ও এককভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন দেশের উন্নয়নটা করতে পেরেছিলেন। এবারও আমরা তাই মনে করি। জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টি এককভাবে সংসদ নির্বাচন করবে। এটাই এখন পর্যন্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সিদ্ধান্ত। শেষ পর্যন্ত যদি কোন আলোচনা হয়। তাহলে মাননীয় চেয়ারম্যানই এ সিদ্ধান্ত নিবেন।
এ সময় তিনি গাজীপুরে জাতীয় পার্টির প্রার্থী নেই কিন্তু খুলনায় প্রার্থী রাখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা ইতিপূর্বে রংপুরের নির্বাচনে জয়লাভ করেছি। এরপর গাইবান্ধায় সংসদ নির্বাচনেও আমরা জয়লাভ করেছি। কিন্তু গাজীপুরে যোগ্য প্রার্থী ছিলনা বলে আমরা প্রার্থী দেই নাই। তবে খুলনায় এ পর্যন্ত আমাদের প্রার্থী রয়েছে।
কোটা পদ্ধতি সংস্কারের প্রজ্ঞাপন জারি নিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ কথা কোন রাজনৈতিক বক্তব্যে নয় পার্লামেন্টের ভেতরে বলেছেন। পার্লামেন্ট একটি পবিত্র স্থান। সুতরাং কোটা সংস্কারের ব্যাপারে আমাদের জাতীয় পার্টির মনে কোন সন্দেহ নেই। তবে এটার নীতিমালা তো অবশ্যই লাগবে। নীতিমালাটা হলেই এটা সমাধান হয়ে যাবে। যেখানে দাবিটা মেনে নেয়া হয়েছে, সে দাবি নিয়ে আবার উত্তেজনাকর কিছু না করাটাই দেশের জন্য মঙ্গল হবে।
কোটা সংস্কার পদ্ধতিতে জাতীয় পার্টির সমর্থন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোটা পদ্ধতি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। তিনি কোটা পদ্ধতি বাতিল বা পরিবর্তন করার জন্য বলেছেন। তবুও এ নিয়ে যদি পার্লামেন্টে কোন কথা হয় সেখানেই আমরা আমাদের কথা বলবো।
এ সময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর সহধর্মিনী রাকিবা নাসরিন, বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি, এডিশনাল রেজিস্টার এডমিন আহসানুল কবীর, সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক শামীম রেজা, কো-অপারেটিভ ইন্সুরেন্সের চেয়ারম্যান এম এ কাশেমসহ প্রমুখ।
উল্লেখ্য, সমবায় নিউ মার্কেটটির ১০তলা ভবনের ১ম থেকে ৫ম তলা মার্কেট হবে যার স্থায়ী বরাদ্দ দেয়া হয়ে গেছে। আর বাকি ৬ষ্ঠ থেকে ১০ম তলা হবে অফিস যা এখনো বরাদ্দ দেয়া হয়নি।