রিকশা থেকে ফতুল্লা ইউপি বছরে ২ লক্ষাধিক টাকা থেকে বঞ্চিত হচ্ছে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন বলেছেন, ইজিবাইক ও ব্যাটারী চালিত রিকশা থেকে ফতুল্লা ইউনিয়ন পরিষদ বছরে প্রায় ২ লক্ষাধিক টাকা ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে।

সোমবার বিকেলে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ইং  অর্থ বছরের খসড়া বাজেট ঘোষনা অনুষ্ঠানে আগত অতিথিদের প্রশের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই ট্যাক্স আদায়ে ইতোমধ্যে এ নিয়ে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি এড. সৈয়দ মশিউর রহমান শাহিন, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, ফতুল্লা থানা প্রেস ক্লাবের সদস্য সচিব শেখ মো. সেলিম, আনিসুজ্জামান অনু, সহিদুল ইসলাম সহিদ। এসময় তিনি চার কোটি ২২ লাখ ৪৭ টাকার বাজের ঘোষণা করেন।

উল্লেখ্য, ফতুল্লার কথিত এক শ্রমিক নেতার শেল্টারে একটি গোষ্ঠি দীর্ঘদিন ধরে ইজিবাইক ও ব্যাটারি চালিক অটো রিকশা থেকে টোকেনের মাধ্যমে প্রতি মাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

add-content

আরও খবর

পঠিত