নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা থানা পুলিশের খোয়া যাওয়া চাইনিজ রাইফেলটি উদ্ধার করা হয়েছে। থানার দাপা বালুর মাঠের পার্শ্ববর্তী বরকত মেম্বারের বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। খোয়া যাওয়া অস্ত্রটি সোমবার (১৪ মে) ভোর ৬টা থেকে ১১ টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের।
অস্ত্র উদ্ধার অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক। অস্ত্র উদ্ধার শেষে এ কাজে সহযোগিতার জন্য এলাকাবসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উদ্ধার কর্মীদের ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। এবং কীভাবে অস্ত্রটি ডোবায় গেলো সে রহস্যও ভেঁদ করতে পারেনি।
এদি থানা সূত্র দাবি করেছেন অস্ত্রটি অসাবধানতা বশত খোয়া গিয়েছে। তবে এ তথ্য মানতে নারাজ অনেকেই। ধারণা করা হচ্ছে এর নেপথ্যে ভিন্ন কোনো কারণ রয়েছে। যা পুলিশ চেপে যাচ্ছেন। কি এমন কারণ? কীভাবে গেলো অস্ত্রটি সেই ডোবাতে?
এ প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, এএসআই সুমন কুমার পালের নেতৃত্বে একটি টিম ফতুল্লা রেল স্টেশন রোড এলাকার ওরিয়ন গ্রুপের বালুর মাঠে দায়িত্ব পালন করছিলেন। শেষ রাতের দিকে অসাবধনতাবশত অস্ত্রটি খোয়া যায়।
তিনি জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে এএসআই সুমন কুমার পালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এবং ঘটনার অদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা চলছে।
এদিকে স্থানীয় একাধিক সূত্র বলছে দায়িত্ব পালন রেখে এএসআই সুমন কুমার পাল গাড়িতে বসে ঘুমাচ্ছিলেন আর তার কনস্টেবলরা অস্ত্রগুলো গাড়িতে রেখে অদূরে গিয়ে সামরি কাজে ব্যস্ত ছিলেন। আর এ ফাঁকে অজ্ঞাত দুস্কৃতিকারিরা ওই কাজটি করেছেন।