নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর মান্দা উপজেলায় তিনটি ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় হাজার বিঘার ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতিকর গ্যাসে আশপাশের আম, জলপাই, কলাবাগানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল ঘরে তোলার আগ মুহুর্তে এমন ক্ষতিতে দিশেহারা কৃষকরা। তারা ফসলের ক্ষতিপুরণসহ অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন।
কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমনিতেই গত কদিনের প্রাকৃতিক দুর্যোগে মাঠের ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ইটভাটর বিষাক্ত গ্যাস। নওগাঁর মান্দায় ৩টি ইটভাটার বিষাক্ত গ্যাসে আশপাশের কয়েকটি গ্রামের শত শত বিঘা জমির ধান চিটা হয়ে গেছে। স্থানীয় বিজয়পুর মাঠে গত এক সপ্তাহ আগে ইটভাটার বিষাক্ত গ্যাস ছাড়ে।
এ গ্যাসে অতিমাত্রায় ক্ষতিকর সিসাসহ বিষাক্ত উপাদান থাকায় ভাটা সংলগ্ন জমির ধানসহ অন্যান্য ফসলের উপর প্রভাব পড়েছে। পাকা ধান চিটা হয়ে যাচ্ছে, পাশাপাশি আম, কলাসহ বিভিন্ন গাছের ফল নষ্ট হচ্ছে। এ অবস্থাহায় ক্ষতিগ্রস্থ কৃষকরা ক্ষতিপূরণসহ দোষী ইটভাটা মালিকের শাস্তি দাবি করেছেন।
কৃষকরা বলেন, আমরা একটা স্থায়ী সমাধান চাই, আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে।
মাহবুব আলম চৌধূরী (সভাপতি, ইটভাটা মালিক সমিতি, মান্দা, নওগাঁ) বলেন, ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে, ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে।
আর কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন, ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেয়া এবং দোষী ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।
জাহাঙ্গীর আলম প্রামাণিক (উপজেলা কৃষি কর্মকর্তা, মান্দা, নওগাঁ) এই ক্ষতি অপূরণীয়, যেন এমন আবার কখনো না হয়, ক্ষতিগ্রস্থ কৃষকেরা যেন ন্যায্য অধিকার পায়।
খন্দকার মুশফিকুর রহমান (উপজেলা নির্বাহী কর্মকর্তা, মান্দা, নওগাঁ) বলেন, অনুমোদনহীন ইটের ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। যেন বায়োডায়ভারসিটি ক্ষতিগ্রস্ত না হয়।
নওগাঁর মান্দায় ৩৮টি ইটভাটা রয়েছে, যার বেশিরভাগই পরিবেশে অধিদপ্তরের অনুমোদন ছাড়া গড়ে উঠেছে।