নওগাঁতে ঝড়-বৃষ্টির কারণে বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীতে বোরা ধানের বাম্পার ফলন হওয়ায় উপজেলার মাঠে মাঠে কৃষকের দুচোখের স্বপ্ন যেন রঙ্গিন হয়ে উঠলেও সে স্বপ্ন যেন ম্লান হয়ে পড়ে। চলতি মৌসুমে অতিরিক্ত ঝড়-বৃষ্টির কারনে মাঠে মাঠে ধান মাটিতে লুটিয়ে পড়ে। অতি বর্ষার কারনে ধান কাটামাড়া ব্যহত হয়ে পড়েছে।

ধান কাটা শুরুর মুখেই তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। ৪শত থেকে ৫শত টাকা দিন হলেও শ্রমিক মিলছে না। এছাড়া ধান কাটা চুক্তি বিঘা প্রতি ৩ থেকে সাড়ে ৩ হাজার অনুর্ধ ৪ হাজার পর্যন্ত আবার বাড়িতে এনে মাড়াই করার আলাদা খরচ গুনতে হয়। তথ্য সংগ্রহ কালে কৃষকেরা জানায়, প্রথম দিকে মাঝড়া পোকার আক্রমন হলেও কীটনাশক প্রয়োগে তা প্রতিরোধ হয়। বদলগাছী উপজেলার সব এলাকাতেই কম বেশী ধান কাটা মাড়াই শুরু হয়েছে। আর দু চার দিনের মধ্যেই পুরো দমে শুরু হবে ধান কাটা মাড়াই। বর্তমানে ঝড় বৃষ্টিতে মাঠে মাঠে ধান মাটিতে লুটে পড়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে আধাপাকা ধানের ক্ষতির আশংকা করছে।

কৃষকরা আরও জানায়, দেশের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের খবর শুনে অন্তর কেঁপে উঠে। সারা বছরের স্বপ্ন মাঠে পড়ে আছে। সফলভাবে যেন ধান ঘড়ে তোলা যায় এর জন্য মহান আল্লাহ পাকের প্রতি প্রার্থনা করছে কৃষকেরা। বিগত কয়েক দিন থেকে  অতিবৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারনে  ধান মাটিতে রুটিয়ে পড়ে এতে পাকা ধানের ক্ষতি না হলেও আধাপাকা ধানের ক্ষতির আশংকা করছে কৃষকেরা। এর উপর তীব্র শ্রমিক সংকট।  শ্রমিকের মজুবি বেশি। প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকরা হতাশ হয়ে পড়েছে। বাজারে এখন পর্যন্ত ধান কেনা বেচা শুরু হয়নি।

দু-একজন মিলার জানায়, তারা খলা থেকেই ধান কিনেছে ৮শত টাকা মন দরে। তবে শুকনো ধানের দাম আরো বেশি।  উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় উপজেলার ৮ ইউনিয়নের চলতি মৌসুমে ১২ হাজার ১৪০ হেঃ জমিতে বোরো চাষ করা হয়েছে।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী জানায়, বর্তমান ঝড়ো হাওয়া ও অতি বৃষ্টির কারনে কৃষকদের মজুরি খরচ বেড়ে যাবে।

add-content

আরও খবর

পঠিত