নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ১৩ এপ্রিল র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর দক্ষিণ পাড়ায় অভিযান পরিচালনা করে ৮৭৪ বোতল ফেনসিডিল ও ৬৬ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করে। এ সময় উক্ত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত মাদক ব্যবসায়ী ১। মোঃ আলামিন (৩০) ও মোসাঃ পপি আক্তার (২৬) গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে, মোঃ আলামিন তার বাড়ি সংলগ্ন জলাশয়ে ঝাপিয়ে পড়ে পলায়নের চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দলের সদস্যরা নৌকার সাহায্যে জলাশয়ের মাঝখান হতে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলামিন ও পপির স্বীকারোক্তি মোতাবেক, তাদের বসতঘর ও বাড়ি সংলগ্ন জলাশয় এবং সহযোগী মাদক ব্যবসায়ীর বাসা তল্লাশী করে ফেনসিডিল ও বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তথ্যনুসন্ধানে জানা যায়, সোনারগাঁ থানাধীন কাচঁপুর দক্ষিণ পাড়া এলাকায় গ্রেফতারকৃত আলামিন এর নেতৃত্বে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ চক্র মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাদের অনেকে একাধিকবার গ্রেফতার হওয়ার পরও মাদক ব্যবসা থামেনি। গ্রেফতারকৃত আলামিন ও পপি আক্তারের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।