পেছালো বিএনপি নেতাকর্মীর রিমান্ড শুনানী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আদালত সংবাদ দাতা ) :  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান সহ ৫ নেতকর্মীর রিমান্ড শুনানী পিছিয়েছে। গতকাল রিমান্ড শুনানীর দিন ধার্য থাকলেও নিরাপত্তার স্বার্থে তা পিছিয়ে ১২ ফেব্রুয়ারী নির্ধারণ করেছে আদালত। এড. সাখাওয়াত হোসেন খানের আইনজীবী এড. আবুল কালাম আজাদ জাকির এ বিষয়টি নিশ্চিত করেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের দায়েরকৃত বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ৩ (ক) ধারায় একটি মামলায় গ্রেফতার হন তারা। গত ৫ ফেব্রুয়ারী গ্রেফতারের পর নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালতে আসামীদের হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৮ ফেব্রুয়ারী পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেছিলো। কিন্তু এই দিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে উত্তেজনা সৃষ্টিতে নিরাপত্তার স্বার্থে ১২ জানুয়ারী শুনানীর দিন ধার্য করে আদালত।

গত ৪ ফেব্রুয়ারী রাতে সদর মডেল থানায়, নাশকতার অভিযোগে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২ জন সহ ৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় গ্রেফতারকৃত ৫ জন হচ্ছে, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খাঁন (৫২), জেলা স্বেচ্ছা সেবকদল যুগ্ম আহ্বায়ক এড. আনোয়ার প্রধান (৪৫), এড. মাইনুদ্দিন (৩৫), শহরের ২৯/২ মিশনপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব (৩৮) ও নাসিক ৯নং ওয়ার্ড কান্সিলর মোঃ ইস্রাফিল প্রধান (৪২)।

মামলায় বাকী যারা পলাতক রয়েছেন, এড. তৈমূর আলম খন্দকার, মো: শাহ আলম, মনিরুল আলম সেন্টু, কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার, এটিএম কামাল, মো: সবুজ, রানা মুজিব, রাসেদুর রহমান রশু, মোশারফ হোসেন রুবেল, মোয়াজ্জেম হোসেন মন্টি, সুরুজ জামান সুরুজ, হাসান আহমেদ, নুরুল হক চৌধুরী, দিপু চৌধুরী, দর্পন প্রধান, আকরাম প্রধান, মশিউর রহমান রনি, রিয়াদ হোসেন, মাহবুব হোসেন জুলহাস, শাহেদ আহমেদ ওরফে বোমারু শাহেদ, রিপন ওরফে ফতে মো: রেজা রিপন, মনিরুল ইসলাম সজল, আরাফাত, মহিউদ্দিন, মো: ফারুক আহমেদ, মো: রিপন ওরফে পিচ্চি রিপন, এড. আব্দুল হামিদ খাঁন ভাষানী, জাহাঙ্গীর কমিশনার, মনির হোসেন, মো: লিখন ওরফে লিখন সরকার, রিটন দে।

মামলা প্রসঙ্গে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেছিলেন, বর্তমান সরকার উৎখাতের লক্ষ্যে রেলপথ, রাজপথ, নৌপথ অচল সহ মিল কারখানায় উৎপাদন বন্ধ করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গত শনিবার রাতে মিশনপাড়া এলাকায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ সময় পুলিশ অভিযান চালালে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পরিদর্শক (অপারেশন) এস এম জয়নাল আবেদীন বাদী হয়ে ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

add-content

আরও খবর

পঠিত