নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : প্রয়াত এমপি বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের সহযোগীতা চাইলেন নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও টেক্সি স্ট্যান্ডের নেতৃবৃন্দ। ৩ জানুয়ারী শনিবার রাতে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের অনুরোধে চানঁমারী এলাকাস্থ স্ট্যান্ডটি তিনি পরির্দশন করেছেন। এসময় নেতৃবৃন্দরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সহযোগীতা চাইলে, সার্বিক সহযোগীতার আশ্বাস দেন আলহাজ্ব আজমেরী ওসমান। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় স্ট্যান্ডের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে তিনি বলেন, আমার পরিবার সবসময়ই আপনাদের পাশে আছে। আমার বাবা জনবান্ধব নেতা ছিলেন বলেই এখনো আপনারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এটা আপনাদের সম্মান ও ভালবাসা। কিন্তু আজকে আপনারা কিছু সমস্যার কথা বলেছেন। যা খুবই দু:খজনক। স্ট্যান্ডটির উন্নয়নে আপনারা কাজ করে যাচ্ছেন এটা ভালো, কারণ এখান থেকে আপনাদের রোজগার হয়। তবে এতে আপনাদেরকে যারা হয়রানি করে এবং বাধাগ্রস্থ করছে এরা ভালো মানুষ নয়। কারো ক্ষতি করা ভালো মানুষের কাজ হতে পারেনা। আমি আপনাদের স্ট্যান্ডের উন্নয়নে সর্বদা পাশি আছি। আমি কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেই না, তা আপনারা জানেন। সুতরাং এখানে কেউ যদি আমার অথবা আমার পরিবারের নাম বলে কোনও অন্যায় করে, ছাড় দিবেন না। ওকে বেধেঁ পুলিশে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মালিক সমিতির সহ সভাপতি মো: নুরু, সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিংকু, মিঠু, দিনা ইসলাম দিনা, শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, সহ-সভাপতি মুকুল মিয়া, সাধারণ সম্পাদক নাসির হোসেন, সহ-সম্পাদক ওয়াহিদুজ্জামান, আলীমগীর হোসেন, খোকন মিয়া, বাবুল প্রমুখ।