নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : উন্নয়নের অক্সিজেন রাজস্ব। কর অঞ্চল-নারায়ণগঞ্জ রাজস্ব আহরণের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ এর কর প্রশাসন সর্বস্তরের করদাতাদের মতামত ও পরামর্শ প্রত্যাশা করে।
কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর কর কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরী প্রতি মাসের শেষ সোমবার কর অঞ্চল- নারায়ণগঞ্জ এর অধিক্ষেত্রাধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সকল পর্যায়ের করদাতাদের আয়কর নির্ধারণ ও প্রদান সম্পর্কিত পরামর্শ এবং অন্যান্য সমস্যা নিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাসরি মত বিনিময় করবেন।
আগ্রহী করদাতাগনকে সাক্ষাতের পূর্বদিন বিকাল ৫টার মধ্যে কর কমিশনার মহোদয়ের ব্যক্তিগত সহকারী স্বপন মিয়া ফোনঃ ৭৬৪৬৮৪৭, মোবাইলঃ ০১৮৪৪০৯৬০৫০ এর সহিত ফোন/মোবাইল করে মত বিনিময়ের সময়সূচী নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।