নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শাফায়াত অদ্রি হৃদয় ) : ঈদের আর মাএ কিছুদিন বাকি। নগরির সবগুলো মার্কেটেই এখন জমজমাট। আর এই অন্তিম লগ্নে অলস সময় কাটানো যেন এক সপ্নের মত। ঈদকে কেন্দ্র করে বেচাবেনায় ধুম পড়েছে প্রতিটি মার্কেটের বিপনি বিতান, জুয়েলারী, কসমেটিক, পাদুকালয় সহ নিত্য প্রয়োজনীয় পন্যেও। অনেকেই আবার খুব আগে ভাগেই সেরে ফেলেছে তাদের ঈদ মার্কেট। আবার কেউ কেউ র্কমজীবনের ব্যস্ততায় নিজেকে ফুসরত দিতে পারেনি ঈদ মার্কেটে বের হতে। তাই অনেকেই এই শেষবেলায় পরিবার পরিজন নিয়ে বিভিন্ন মার্কেটগুলিতে ঘুরে কিনে নিচ্ছে পছন্দের পোশাক, কসমেটিক ও জুতোসহ নানা পন্য। আর রোজার এই শেষ মুহুর্তে এসে শুধু মার্কেটগুলোতে নয় বেচা কেনা বেড়েছে ফুটপাতের হকারস মার্কেটগুলোতেও। ক্রেতাদের সমাগমে রাস্তা দিয়ে চলাচল করাও অনেকটা কষ্টসাধ্যে হয়ে পড়েছে। আর জমজমাট এই র্মাকেটগুলিতে শেষ সময়ের ব্যস্ততায় বেড়েছে ক্রেতাদের চরম ভোগান্তি।
এছাড়াও অনেকেই এই সময়ে কেনাকাটা করতে গিয়ে বিরক্ত হন আবার কেউ কেউ ঠকে যান দামে। প্রচন্ড ভিড় ও চড়া দামের অভিযোগ অনেক ক্রেতারই। নারায়ণগঞ্জ নগরির প্রায় সবগুলো মার্কেটেই এখন জমজমাট। কিন্তু তার সাথে সাথে বাড়ছে মার্কেটগুলিতে থাকা বিভিন্ন দোকানদার ও র্কমচারীদের অসদাচরণ।
নাম বলতে অনিচ্ছুক একজন নারী ক্রেতা বলেন, প্রচন্ড ভীড় আর গরমে অতিষ্ট হয়ে গেছি। ভীড় থাকাটাই স্বাভাবিক তবে কিছু মার্কেটগুলিতে দোকানদারদের ক্রেতাদের সুবিধার দিকে লক্ষ করা উচিৎ। দোকান রয়েছে অথচ বসার তো দূরে থাক, দাড়িয়ে পন্যগুলি দেখার ও জায়গা নেই। এর মধ্যে প্রতিটি পোশাক এর দামই প্রায় দ্বিগুণ। দোকান কর্মচারীগুলোর ব্যবহারও ভালো না। তারা বেশী দাম চায় আর আমরা দরদাম করতে গেলেই আমাদের সাথে বাজে ব্যবহার করে। আর এখনতো দোকানদার ও কর্মচারীরা নতুন কৌশল শিখেছে আমরা দাম বলার পর তাদের মনপুত না হলে, আমরা যে ডাকছি আর ফিরেও তাকায় না। অন্য কাজে ব্যস্ততা দেখায়।
প্রসঙ্গত, এর আগে সম্প্রতি ঘটে যাওয়া শহরের চাষাড়ায় সমবায় নিউ মার্কেট এর হৃদিকা ফ্যাশন নামক একটি দোকানে শিমু নামক একজন নারী ক্রেতাকে মারধরের অভিযোগে দোকান মালিক খায়ের ও তার কর্মচারীকে আটক করা হয়। উক্ত অভিযোগে শিমু বলেন, ১৪ই জুন বুধবার দুপুর এ তার ভাইকে নিয়ে ঈদ মার্কেট এ যান তিনি। এসময় সমবায় মার্কেটের নিচ তলায় ৪৪নং দোকান হ্নদিকা ফ্যাশনে একটি জামা দরদাম এর তর্কবিতর্কের এক পর্যায়ে শিমুর উপর আচমকা হামলা করে দোকানের কর্মচারী। পুলিশ অভিযোগ পেয়ে ঐ দোকান মালিক ও কর্মচারীকে আটক করার পর্যায়ে সমবায় মার্কেটের কর্মকর্তা ও কর্মচারী বাধা দেয়। এসময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর জয়নাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।