বন্দর পল্লী বিদ্যুত জোনাল অফিসে দালাল গ্রাহক সংঘর্ষ- ২ জন আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পল্লী বিদ্যুত জোনাল অফিসে দালাল ও গ্রাহকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২ জন আহত হয়েছে। ৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো গ্রাহক ইকবাল (৪৫) ও দালাল রাসেল (৩৫)। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় কাউন্সিলর বিষয়টি মিমাংসা করে দেন।

গ্রাহক ইকবাল জানান, তার শ্যালিকা শাহনাজ ৪ মাস পূর্বে ৩ হাজার টাকা দেয় পল্লী বিদ্যুতের দালাল রাসেলকে বিদ্যুতের মিটার পাওয়ার জন্য। ৪ মাসেরও কোন প্রকার কাজ না হওয়ায় মঙ্গলবার দুপুরে তার শ্যালিকা দালাল রাসেলকে পল্লী বিদ্যুত অফিসে পেয়ে গালাগালি করে এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইকবাল ও রাসেলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়েই আহত হয়। রাসেল রক্তাক্ত জখম হয়। পরে দালালরা শাহনাজ বেগম ও ইকবালকে জিম্মি করে পল্লী বিদ্যুতের ডিজিএমের রুমে আটক রাখে। সংবাদ পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে বন্দর পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান জানান, রাসেল তাদের কোন স্টাফ নয়। আর যারা দালালদের মাধ্যমে বিদ্যুতের মিটার পাওয়ার জন্য টাকা দিচ্ছে তারা ভুল করছে। তা তাদের নিজ দায়িত্বে দেবে। এতে করে পল্লী বিদ্যুত দায়বদ্ধ নয়। পরে বিষয়টি স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার মিমাংসা করে দেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত