নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের এডিসি গাউছুল আজম বদলি হয়ে এবার র্যাবের হেড কোয়ার্টারে আইন কর্মকর্তা হিসেবে যোগদান করছেন। রোববার ৬ নভেম্বর দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গাউছুল আজম নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এর দায়িত্ব সফল ভাবে পালন করে নারায়ণগঞ্জেই অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে উন্নতি হয়েছেন।
২০১২ সালের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি খুলনার তেরখানার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগ দেওয়ার পরেই ধীরে ধীরে আলোচিত সরকারি কর্মকর্তা হয়ে উঠেন গাউছুল আজম। প্রশাসনিক দাপ্তরিক কর্মকান্ডের বাইরেও তিনি ছুটে চলেছিলেন সামাজিক অবক্ষয় রোধে। বিভিন্ন ধরনের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জবাসীর কাছে প্রিয় মুখ। অপরাধী ও অবৈধ ব্যবসায়িদের কাছে গাউছুল আজম ছিলেন এক আতঙ্কের নাম। তেমনি বিভিন্ন মহলের কাছে ছিলেন প্রশংসার পাত্রও।
গাউছুল আজম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকা কালে ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ, মাদক ও দেহ ব্যবসা বন্ধ, স্বাস্থ্য খাতের অবহেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন তার উল্লেখ্য যোগ্য কাজের মধ্যে অন্যতম ছিলো।
শুধু সমাজের অপরাধ দমন-ই নয়। সমাজ সেবামুলক কাজে দেখা গেছে তার উদ্যোগে নানা আয়োজন। শিশু ও পঙ্গুদের হুইল চেয়ার বিতরণ, প্রতিবন্দিদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা, উপজেলায় কারুকুঞ্জ প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে বেকার নারীদের কারুকাজ শিখানো অন্যতম।
ছিন্নমূল শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি, সদর উপজেলা পরিষদ এলাকাতে নিজ বাসার সামনের জায়গাটি দখলমুক্ত করে সেখানে গড়ে তুলেছেন স্বপ্নডাঙ্গা নামের একটি প্রকল্প। সদর উপজেলা পরিষদ এলাকাতে কর্মজীবি যারা একেবারেই নিজের নামটি পর্যন্ত লিখতে পারে না। তাদের জন্য নাম-স্বাক্ষর শেখানোর উদ্যোগ নেন গাউছুল।
পাশাপাশি চাঁদমারী বস্তিতে মাদক বিক্রেতাদের ঘর গুড়িয়ে দিয়ে সেখানে অবৈতনিক স্কুল গড়ে তুলেছেন তিনি। ইসদাইরেও করেছেন নতুন একটি পাঠশালা। সমাজের অবহেলিত লোকজনদের এসব স্থানে শিক্ষা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ২২তম বিসিএস ক্যাডার গাউছুল আজম ১৯৭১ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন। তাঁর বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার কুঠিবাড়ি গ্রামে। এমএসসি শিক্ষাগত যোগতা সম্পন্ন গাউছুল আজম ২০০৩ সালের ১০ ডিসেম্বর সরকারী চাকুরীতে যোগ দেন।