পূর্বের চেয়ে দ্বিগুন আয়কর প্রাপ্তির সফলতা : সমাপনী হল নারায়ণগঞ্জের আয়কর মেলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সৈয়দ সিফাত আল রহমান লিংকন) : কর আদায় প্রক্রিয়া সহজ এবং কর দানে উৎসাহ জোগাতে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ ক্লাবের ২য় তলায় আয়েজিত ৪ দিন ব্যাপী আয়কর মেলার শুক্রবার সমাপনী দিনে ছিল করদাতাদের উপচে পড়া ভিড়। কর কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি এবং তাতে ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের হলেও আয়কর মেলায় দৃশ্য তার বিপরীত। এখানে করদাতাদের নেই কোনো অভিযোগ।

মেলার সমাপনীতে শুক্রবার বিকাল ৫ টায় মিট দ্যা প্রেস এর এক সভায় কর কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, বছর জুড়ে যে অভিযোগ সামলাতে হয় এই অবস্থার অবসানেই মেলার মাধ্যমে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছ। পূর্বের মেলায় আমাদের আয়কর গ্রহন করা হয়েছিল ৮৬ লক্ষ ৪ হাজার যা এবার দ্বিগুন বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার ৫ শত ২৪ টাকা, যা আমাদের সফলতা। এছাড়া আমরা তোলারাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের ১২ জন মেধাবী ছাত্রকে আয়কর বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ দিয়ে মেলার হেল্প ডেক্সে করদাতাগনের সুবিধার জন্য সংযুক্ত করেছি এবং তারা অতান্ত সফল ভাবে কাঙ্খিত সেবা প্রদান করেছেন। এ বছরের মেলায় কর অঞ্চল-নারায়ণগঞ্জ হতে ৪৪৭ জন ই.টিআই.এন গ্রহন করে, রিটার্ন দাখিল করে ১৪৮৯ জন, বিভিন্ন সেবা গ্রহীতার সংখ্যা ৭১৭৩, মোট আয়কর জমা হয় ১,৬৫,৯৪,৫২৪ টাকা।

মেলার সমাপনীতে আয়কর বিবরণীর (রিটার্ন) ফর্ম সংগ্রহের পর বাংলাদেশ কৃষি ব্যাংকের এস.পি.ও জানায়, সারা বছর আয়কর প্রদানের ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়ার অন্যতম প্রন্থা এই মেলা। আয়কর আদায় বাড়াতে নতুন নতুন করদাতা শনাক্তকরণ। এছাড়াও বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষনের মাধ্যমে করদাতাদের আরও উৎসাহ করা যায় বলে তিনি পরামর্শ দেন।

এসময় করদাতাদের ভোগান্তির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, কর অঞ্চলে গিয়ে আয়কর জমা দিতে গেলে ওরা কোনো ভুল শুধরে দেওয়া তো দূরের কথা, ভুল হলে ৩ থেকে ৪ হাজার টাকার কমে তা ঠিক করানো সম্ভব হয় না। তাই আমি সব সময় মেলায় আমার আয়কর দিয়ে থাকি। তবে যদি সেমিনার ও প্রশিক্ষনের ব্যবস্থাটা ব্যপক আকারে করা হয় তাতে অনেকেই উপকৃত হত। কারন সকল করদাতাই কিন্তু শিক্ষিত এমন নয়। তাছাড়া শিক্ষিত হলেও অনেকরেই অনেক কিছু বুঝে উঠতে কষ্ট হয়।

মেলার সমাপনীতে মিট দ্যা প্রেস এর উক্ত সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, কর কমিশনার রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত কর কমিশনার জাকির হোসেন, উপ কর কমিশনার শামসুজ্জামান, উপ কর কমিশনার পল্লব কুমার দেব, ইমরান হোসেন, মাহাবুবুর রহমান ও প্রমুখ।

উল্লেখ্য যে কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর অধীক্ষেত্রাধীন মুন্সীগঞ্জ জেলায় ৪ দিন ব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে যা ৫ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়াও ৬ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, সোনারগাঁও ও আড়াইহাজার উপজেলায় এবং ৭ নভেম্বর জেলার শ্রীনগর ও টঙ্গীবাড়ী উপজেলা ভ্রাম্যমান আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত