নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশ পুলিশের আইজিপি একেএম শহিদুল হক বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর পরিশ্রমের কারনে এ দেশে থেকে আজ জঙ্গী মুক্ত হচ্ছে। জঙ্গীরা মানুষের বিরুদ্ধে যোদ্ধা ঘোষনা করেছে। জঙ্গীরা এদেশেকে মানেনা এবং এদেশের মানচিত্রকে মানে না। সারা দেশে ৩০ হাজার পূজা মন্ডপে র্দূগাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বাল্য কাল থেকে দেখে আসচ্ছি। হিন্দুদের উৎসবে মোসলমানরা একতœা প্রকাশ করেছে। ভয় পাওয়ার কিছু নেই। গোটা দেশে নিরাপত্তা বেষ্টুনি তৈরি করা হয়েছে। জঙ্গীদেরকে অনেকটা র্দূবল করে দেওয়া হয়েছে। আপনার র্নিবিগ্নে আপনাদের উৎসব পালন করে যাবেন। কোন অশুভ শক্তি বাধাগ্রস্থ করতে পারবেনা এ পূজা উৎসবকে। আমি শারদীয়া র্দূগাউৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ১০ অক্টোবর সোমবার বিকাল ৩টায় বন্দর থানার লাঙ্গলবন্ধ রাজঘাট র্দূগাপূজা উৎসবে তিনি এ কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম মাফুজুল হক নূরজ্জামান, ডিআইজি হাইওয়য়ে ফখরুল ইসলাম, অতিরুক্ত ডিআইজি মোহাম্মদ আলী, অতিরুক্ত ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈন হক, বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বাবু শংকর চন্দ্র সাহা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সিখন সরকার সিপন প্রমুখ। পরে পুলিশের আইজিপি একেএম শহিদুল হক কিছুক্ষন বসে হিন্দু সম্প্রদায়েরর আরতি উপভোগ করেন।