জনগণ টেন্ডারবাজ ও চাঁদাবাজদের চায় না প্রতিবাদ সমাবেশে ছাত্ররা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :দেশজুড়ে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও শিক্ষার্থীদের ওপর হামলাসহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ জেলা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র সারফরাজ হক সজিবের সঞ্চালনায় বক্তব্য দেন জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ, সহ-মুখপাত্র শারিয়ান আলায়না সাফা, যুগ্ম সদস্য সচিব নাফিসা আক্তার।

নেতারা বলেন, “আমরা রক্তের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি, কিন্তু এখনও ধর্ষক ও অপরাধীরা সক্রিয় রয়েছে। নারায়ণগঞ্জ থেকে ধর্ষকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি।”

সমাবেশ থেকে বক্তারা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে বলেন, তারা বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র-জনতা যদি আবার জেগে ওঠে, কেউই রক্ষা পাবে না।

তারা আরও বলেন, আমরা দিল্লির প্রেসক্রিপশন থেকে মুক্ত হলেও এখন দেখা যাচ্ছে, সুদূর লন্ডন থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জনগণ টেন্ডারবাজ ও চাঁদাবাজদের চায় না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সদর থানা সদস্য লুবনা রহমান, ফতুল্লা থানা সদস্য আব্দুর রহমান গাফফারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, মুখপাত্র জহিরুল, তোলারাম কলেজ শাখার আহ্বায়ক শাখাওয়াত হোসেন আকাশসহ প্রমুখ নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত