নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আতংকের আড়াইহাজার থেকে মুক্তি চেয়ে বাংলাদেশ জাতিয়তাবাদি মহীলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন, আড়াইহাজার উপজেলায় চুরি-ডাকাতি হওয়ার আগেই যেন পুলিশ খবর পায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সোচ্চার হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে সোমবার (২০ জানুয়ারী) সকালে লিফলেট বিতরণ ও গণসংযোকোলে তিনি এসব কথা বলেন।
এছাড়াও বিএনপির নাম ব্যবহার করে যারা নৈরাজ্য, চাঁদাবাজি, দখল করে তাদের বিরুদ্ধে তিনি কঠোর হুশিয়ারি দেন। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা সফল করার আহবান জানান। পাশাপাশি আড়াইহাজার সদর উপজেলা সরকারী হাসপাতালে অনিয়ম, স্বজন প্রীতি ও সিন্ডিকেট বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সহ বিভিন্ন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।