নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নগর প্রতিনিধি) : জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান মিঞা বলেছেন, দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য প্রয়োজন দক্ষতা উন্নয়ন। দেশের অর্থনৈতিক উন্নয়নের দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ জনগোষ্ঠীর বিকল্প নেই। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা কে যুগোপযোগী উল্লেখ্য করে তিনি বলেন, সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক না থাকায় দক্ষতা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।যার ফলে তারা মেধাবী হয়েও বেকার হচ্ছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে কতজন দক্ষতা উন্নয়নে সম্পৃক্ত হয়েছে তা মনিটরিং করার তাগিদ দেন তিনি। শুধু পাশ করার জন্য ভোকেশনালে ভর্তি হতে হলে এমন ভোকেশনাল প্রয়োজন নেই। ’ গতকাল সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা-২০১১ বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এসব কথা বলেছেন।
এনজিও প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এনজিও গুলো ঋণ প্রদান করে আর কিস্তি আদায় করে। এছাড়া তারা আর কিছুই করে না। যে ব্যক্তি ছাগল কেনার কথা বলে ঋণ নিয়েছে সে আসলেই ছাগল কিনেছে কিনা তা দেখে না। তারা কিস্তি আদায় নিয়েই হিসেবে রাখে। কিন্তু তাদের দায়িত্ব এটা নয়। তাদের দায়িত্ব হলো যে ছাগল পালনের কথা বলে ঋণ নিয়েছে সে ছাগল কিনেছে কিনা এবং ওই ছাগল কতটা বাচ্চা দিলো। সে স্বাবলম্বি হলো কিনা সেটাও দেখার দায়িত্ব।
চীনা এক লেখকের বইয়ের লেখা উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যে দেশের মানুষ মিথ্যা ও প্রতারণা জানে না। যে বাঙ্গালী মিথ্যা বলতে পারে না। যে বাঙ্গালী প্রতারণা জানে না। তার জন্য থাকতে হবে দেশপ্রেম।সংস্কুতির ওপর ভিত্তি করে আমাদের এ দেশ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সংস্কৃতি বজায় রাখতে হবে। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আর যে শিক্ষার্থী বাংলায় কোন ঋতুতে কি হয় সেটা জানে না তাহলে তার ভিতরে দেশ প্রেম গড়ে ওঠবে না।’ জেলা প্রশাসক আরো বলেন, ‘অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খবরই রাখেন না কতজন শিক্ষার্থী অনুপস্থিত। প্রতিটা বিষয়ে তার জানা থাকা উচিত। পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সব বিষয়ে ধারণা দেয়া উচিত।’ ’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগমের সভাপতিত্বে এবং সুরভির খন্দকার শহিদুর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক ইসরাত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, গ্রীন ফর পিচের নির্বাহী পরিচালক আরিফ মিহির, কহিনুর ইসলাম রুমা, অ্যাডভোকেট নূর জাহান বেগম, মনোয়ারা বেগম সহ অন্যান্যরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুরভির এরিয়া ম্যানেজার মাহামুদুর রহমান, সভার উদ্দেশ্যে ব্যাখ্যা দেন ঢাকা গনসাক্ষরতা অভিযানের মিজানুর রহমান আখন্দ,মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন বাংদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ সাখাওয়াত আলী,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সমীর কর্মকার ও বিএনএফই’র সহকারী পরিচালক এম.এম.সাইদুর রহমান।ঢাকা আহসানিয়া মিশনের সহযোগী প্রতিষ্ঠান সুরভি ও গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সার্বিক সহযোগীতায় এ আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জেলা উপজেলা পর্যায়ে শিক্ষা অফিসারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।