নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ মানবধিকার কাউন্সিলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আল আমিন মির্জার মা আর নেই, ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন। বুধবার ৯ অক্টোবর রাতে চিকিৎসাধীণ অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি না ফিরার দেশে পারি জমান। এরআগে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে তিনি ভর্তি ছিলেন।
বুধবার ( ৯ অক্টোবর) রাত ১২টায় বায়তুল নূর জামে মসজিদে জানাযার নামাজ শেষে মাসদাইর সিটি করপোরেশন কবরস্থানে দাফন করা হবে। সকলকে জানাযায় অংশ নেয়ার জন্য অনুরোধ করেছেন নসিব পরিবহন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, পঞ্চায়েত কমিটির যুগ্ম সম্পাদক ও বায়তুল নূর জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক আল আমিন মির্জা।
পরিবার সূত্রে জানা গেছে, আল আমিন মির্জার মা মোসাম্মত রোকেয়া বেগম। ৭৫ বয়সকালে ৫ ছেলে ও ১ কণ্যা সন্তান রয়েছে। এর মধ্যে আল আমিন মির্জা ২য় সন্তান। হৃদযন্ত্রে সমস্যা থাকায় ৭দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীণ ছিলেন। মৃত্যুকালে তিনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যরা দোয়া কামনা করেছেন।