নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর প্রতিনিধি ) : যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়েছে স্বামী। গত ৩১ জুলাই গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্বামী রাসেল বাবু (২১) ও তার পিতা-মাতার বিরুদ্ধে বাদী হয়ে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী স্ত্রী শিল্পি আক্তার।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৩ মে পারিবারিক ভাবে ৩ লক্ষ টাকা দেন মোহরে তাদের বিয়ে হয়। সে সময় শিল্পি আক্তারের পিতা নগদ ২ লক্ষ টাকা, দেড় ভরি স্বর্ন সহ সর্বমোট ৪ লক্ষ ১৩ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবন চলাকালীন রাসেল বাবুর পিতা আঃ রাজ্জাক ও মাতা আঙ্গুরা বেগমের প্ররোচনায় যৌতুকের দাবীতে প্রায় মারধর করতো শিল্পিকে। পরে গত ৩১ জুলাই রাসেল বাবু শিল্পির কাছ থেকে যৌতুক বাবদ ৩ লক্ষ টাকা দাবী করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে রাসেল বাবু ও তার পিতা-মাতা তাকে বেধরক মারধর করে এক বস্ত্রে তার ভাড়াটিয়া বাড়িতে একা ফেলে রেখে পালিয়ে যায়।পরবর্তীতে শিল্পি মোবাইল ফোনে রাসেল বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এখনো পর্যন্ত তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে শিল্পি আক্তার।
বর্তমানে সে একটি কারখানায় শ্রমিকের কাজ করে অর্ধাহারে অনাহারে মানবেতর অবস্থায় জীবনযাপন করছে।