নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অয়ন ওসমানের নির্দেশনায় এ বৈরি আবহাওয়ার মধ্যেও থেমে নেই অসহায় ও দরিদ্রদের মাঝে সেহেরি বিতরণ কার্যক্রম। শনিবার ২৩ এপ্রিল প্রথম প্রহর থেকে এ কর্মসূচী পালন করা হয়। নাজমুল হোসেন সাজনের নেতৃত্বে ও মাহবুব হোসেন সৌরভের তত্ত্বাবধানে শহরের অলিগলিতে এসব সেহেরির খাবার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, প্রতিবারের মত ধারাবাহিক এ সেহেরি বিতরণ কার্যক্রম চলমান। তাই পবিত্র রমজানে রাত হলেই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পথে পথে এ কর্মসূচী পালন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, আহসান উল ইউসুফ, নাজমুল হোসেন সোহেল, ইমরান খান, রাফি, স্বাদ, কাইফ, মিয়াদ, সিহাবসহ আরো অনেকেই।